প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম, বেতন স্কেল, গ্রেড ও পদ সংখ্যা:
ক্রমিক নং | পদের নাম | বেতন স্কেল | গ্রেড | পদ সংখ্যা |
ক | উচ্চমান সহকারী (ইউডিএ) | ১০,২০০-২৪,৬৮০/- | ১৪ তম | ০৮ টি |
খ | ড্রাফটসম্যান ক্লাস-‘সি’ | ৯,৭০০-২৩,৪৯০/- | ১৫ তম | ০৮ টি |
গ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৯,৩০০-২২,৪৯০/- | ১৬ তম | ৪০ টি |
ঘ | স্টোরম্যান | ৯,৩০০-২২,৪৯০/- | ১৬ তম | ২১ টি |
ঙ | এমটি ড্রাইভার | ৯,৩০০-২২,৪৯০/- | ১৬ তম | ১৯ টি |
চ | ফটোকপি অপারেটর | ৮,৮০০-২১,৩১০/- | ১৮ তম | ০৩ টি |
ছ | অফিস সহায়ক | ৮,২৫০-২০,০১০/- | ২০ তম | ১৭ টি |
ঝ | নিরাপত্তা প্রহরী | ৮,২৫০-২০,০১০/- | ২০ তম | ১৬ টি |
ঞ | পরিচ্ছন্নতা কর্মী | ৮,২৫০-২০,০১০/- | ২০ তম | ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা:
- উচ্চমান সহকারী (ইউডিএ): * কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- ড্রাফটসম্যান ক্লাস-‘সি’: * কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- ড্রাফটসম্যানশিপে অন্যূন ৬ (ছয়) মাসের কোর্স সম্পন্ন।
- কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোক্যাড কোর্স সম্পন্ন।
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: * কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- MS Word বা সমকার্যপোযোগী সফটওয়্যারে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন ১ (এক) বছরের অভিজ্ঞতা।
- কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ।
- স্টোরম্যান: * কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- MS Word বা সমকার্যপোযোগী সফটওয়্যারে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন ১ (এক) বছরের অভিজ্ঞতা।
- এমটি ড্রাইভার: * কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হালকা মটরযান চালনার বৈধ লাইসেন্সসহ পেশাগত কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
- ফটোকপি অপারেটর: * কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- ফটোকপি মেশিন চালনার অভিজ্ঞতা।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- অফিস সহায়ক: * কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- নিরাপত্তা প্রহরী: * কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- পরিচ্ছন্নতা কর্মী: * কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের শর্তাবলী:
- আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (দরখাস্ত জমা প্রদান শুরুর তারিখ) তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
- বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে।
- এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
- সরকারি সর্বশেষ বিধি-বিধানের ভিত্তিতে কোটা সংক্রান্ত বিষয় নির্ধারিত হবে।
- লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে।
- ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ ও ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকৃত প্রার্থীগণ এ নিয়োগ পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবেন।
- আপনাদের কর্তৃক আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত এসএমএস প্রদান করা হবে।
- পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি এমইএস ওয়েব সাইট mes.portal.gov.bd এবং http://mes.teletalk.com.bd থেকে পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীগণ http://mes.teletalk.com.bd ওয়েব সাইটে লগ-ইন করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক Online-এ আবেদনপত্র পূরণ করতে হবে।
- Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১৭ মার্চ ২০২৫।
- User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) pixel, File size maximum 60 kb ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) pixel, File size maximum 100 kb স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
- Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলি:
- প্রথম SMS: mes<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
- দ্বিতীয় SMS: mes<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
- দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Passward পাবেন।
- এই Passward টি Admit Card (প্রবেশ পত্র) Download-এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।
- বিজ্ঞপ্তির ক্রমিক ‘ক’ থেকে ‘ও’ পর্যন্ত পদের জন্য (পরীক্ষার ফি ১০০/- + কমিশন ১০% হিসেবে ১০/- + ভ্যাট ১৫% হিসেবে ২/-)=১১২/- (একশত বারো) টাকা।
- ক্রমিক ‘চ’ থেকে ‘ঝ’ পর্যন্ত পদের জন্য (পরীক্ষার ফি ৫০/- + কমিশন ১০% হিসেবে ৫/- + ভ্যাট ১৫% হিসেবে ১/-)=৫৬/- (ছাপ্পান্ন) টাকা জমা করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:
- এই তথ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
- আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
- Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।
- এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।