বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) ৪৭টি ক্যাটাগরিতে মোট ২৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের বিবরণ:
১. পরিচালক (মানব সম্পদ), সহকারী পরিচালক (ওএন্ডএম), সহকারী পরিচালক (যানবাহন), সহকারী পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক (সমন্বয়), সহকারী পরিচালক (নৌ ও ক্রয়), সহকারী পরিচালক (বন্দর), সহকারী পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক), সহকারী পরিচালক (বৈদেশিক পরিবহন), সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার, ল্যান্ড এ্যাকুইজিশন অফিসার, সমন্বয় কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী কল্যাণ কর্মকর্তা (শ্রম ও নৌকর্মচারী)
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ২১-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি ।
২. সহকারী পরিচালক (মেরিন সেফটি)
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ২১-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৌ-যান ও নৌ-যন্ত্র কৌশলে অথবা নৌ-স্থাপত্যে ১ম শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা ।
৩. সহকারী প্রকৌশলী
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ২১-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল অথবা পানি সম্পদে স্নাতক ডিগ্রি অথবা একই বিষয়ে A.M.I.E থেকে সার্টিফিকেট ।
৪. নদী জরিপকারী
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ২১-৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পর্যায়ে অংকসহ হাইড্রোগ্রাফি/ওসানোগ্রাফিতে স্নাতক অথবা রসায়ন/গণিত/ভূগোল/ভূ-প্রকৃতি বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি ।
- অন্যান্য: সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিসকাল ২ বছর ।
৫. সহকারী নৌ-স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ২১-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: নৌ-স্থাপত্য এবং নৌ-প্রকৌশলে স্নাতক ডিগ্রি ।
৬. সহকারী টাইডাল এনালিস্ট
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ২১-৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পর্যায়ে গণিতসহ টাইডাল সায়েন্সে স্নাতক অথবা পদার্থ/ভূ-প্রকৃতি বিদ্যা/গণিত/পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি ।
- অন্যান্য: সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিসকাল ২ বছর ।
৭. সহকারী ত্বড়িৎ প্রকৌশলী/সহকারী ত্বড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন)
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ২১-৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- ইলেকট্রোনিক্স/ইলেকট্রিক্যালে বি.এস.সি (ইঞ্জিঃ) ডিগ্রি অথবা এ.এম.আই.ই (ইলেকট্রোনিক্স/ইলেকট্রিক্যাল) ।
- অথবা ফলিত পদার্থ বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি ।
- অথবা সেনা/নৌ/বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদ মর্যাদায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ ।
- অথবা ইলেকট্রিক্যাল/ইলেকট্রোনিক্সে ডিপ্লোমা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট চাকুরীতে ৭ বছরের অভিজ্ঞতা ।
- অন্যান্য: সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিসকাল ২ বছর ।
৮. প্রধান প্রশিক্ষক (ইঞ্জিন)
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ২৭-৪০ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এফজি-ক্লাস-২ ইঞ্জিন সনদধারী ।
- অথবা এফজি-ক্লাস-৩ ইঞ্জিন সনদধারীসহ সংশ্লিষ্ট কর্মে ১০ বছরের চাকুরীর অভিজ্ঞতা ।
৯. সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, এবং জেনারেল ফোরম্যান
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ২১-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/মেরিন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি ।
১০. সহকারী প্রোগ্রামার
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
- বয়স: ৩২ বছরের কম
- শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স
- অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
- অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং
- অথবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি ।
১১. ঊর্ধ্বতন প্রশিক্ষক (ডেক)
- বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (১০ম গ্রেড)
- বয়স: ২১-৪০ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- Higher Education Test (Η.Ε.Τ) ।
- অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষায় উত্তীর্ণসহ বাংলাদেশ নৌ-বাহিনীর চীফ পেটী অফিসার (সী-ম্যান ব্রাঞ্চ) ।
- অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় উত্তীর্ণ এবং ৫ বছরের চাকুরীর অভিজ্ঞতাসহ ১ম শ্রেণির ইনল্যান্ড মাস্টারশীপ সনদপ্রাপ্ত ।
- অথবা ১ম শ্রেণির ইনল্যান্ড মাষ্টারশীপ সনদপ্রাপ্ত এবং জাহাজে ইনচার্জ মাস্টার অথবা ঊর্ধ্বতন মাস্টার পাইলট হিসেবে অন্যূন ৫ বছরের চাকুরীর অভিজ্ঞতা ।
- অন্যান্য:
- ইংরেজী লেখা ও বলার ক্ষেত্রে ভাল দখল থাকতে হবে ।
- নিয়োগের পর ডিইপিটিসি থেকে ১ বছর শিক্ষানবিস কোর্স সাফল্যজনকভাবে সমাপ্তির পর চাকুরী স্থায়ী করা হবে ।
১২. ঊর্ধ্বতন প্রশিক্ষক (ইঞ্জিন)
- বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (১০ম গ্রেড)
- বয়স: ২১-৪০ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) সার্টিফিকেট এবং ক্লাস-৩ ইঞ্জিন (এফজি) সনদ ।
- অথবা স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ ক্লাস-৪ ইঞ্জিন (এফজি) সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের চাকুরির অভিজ্ঞতা ।
১৩. প্রশিক্ষক (ড্রেজার)
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- টাকা (১১তম গ্রেড)
- বয়স: ২১-৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ১ম শ্রেণি ইনল্যান্ড মাস্টার সনদ/ড্রাইভার সনদ এবং লিভারম্যান হিসেবে ন্যূনপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা ।
১৪. প্রশিক্ষক (ডেক)
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- টাকা (১১তম গ্রেড)
- বয়স: ২১-৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) অথবা Higher Education Test (Η.Ε.Τ) সনদপ্রাপ্তসহ বাংলাদেশ নৌ-বাহিনীর সী-ম্যান শাখায় ১০ বছরের চাকুরী, যাহার মধ্যে লিডিং সী-ম্যান শিক্ষানবিস থাকাকালীন সময়ে ২য় শ্রেণীর ইনল্যান্ড মাষ্টার সার্টিফিকেট অর্জনসহ উক্ত পদে ৩ বছরের চাকুরীর অভিজ্ঞতা ।
- অথবা কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস. সি) পরীক্ষায় উত্তীর্ণসহ ২য় শ্রেণির ইনল্যান্ড মাষ্টার সনদপ্রাপ্ত ।
১৫. প্রশিক্ষক (ইঞ্জিন)
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- টাকা (১১তম গ্রেড)
- বয়স: ২১-৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস-৪ ইঞ্জিন (এফজি) সনদ ।
- অথবা স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ ক্লাস-৫ ইঞ্জিন (এফজি) সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের চাকুরির অভিজ্ঞতা।
১৬. এসাইনমেন্ট অফিসার, সহকারী ক্রয় কর্মকর্তা, সহকারী সংরক্ষণ কর্মকর্তা, সহকারী সমন্বয় কর্মকর্তা, সহকারী উন্নয়ন কর্মকর্তা, পরিবহণ পরিদর্শক
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- টাকা (১১তম গ্রেড)
- বয়স: ২১-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
১৭. এসএসবি অপারেটর/ওয়ারলেস অপারেটর
- বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০/- টাকা (১২তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসিসহ ট্রেড সার্টিফিকেট।
- অথবা সশস্ত্র বাহিনী থেকে সমমানের সনদপত্রসহ ২য় গ্রেডের ওয়ারলেস অপারেটিং সার্টিফিকেট।
১৮. সাঁটলিপিকার (ব্যক্তিগত সহকারী)
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা (১৩তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।
- মিনিটে কমপক্ষে যথাক্রমে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দের শর্টহ্যান্ড এবং বাংলা টাইপে ২৫ ও ইংরেজি টাইপে ৩০ শব্দ কাজ করার দক্ষতা।
১৯. কনিষ্ঠ নদী জরিপকারী
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা (১৩তম গ্রেড)
- বয়স: ২১-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: গণিতসহ বি.এ ডিগ্রি অথবা পদার্থ, রসায়ন ও গণিতসহ বি.এস.সি ডিগ্রি।
- অন্যান্য: সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিসকাল ২ বছর।
২০. কম্পিউটার অপারেটর
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা (১৩তম গ্রেড)
- বয়স: ৩২ বছরের কম
- শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ এ বর্ণিত অন্যান্য শর্তাবলীসহ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ (কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Standard Aptitude Test এ উত্তীর্ণ)।
২১. তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী
- বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা (১৪তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
২২. ট্রাফিক সুপারভাইজার
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।
২৩. বার্দিং সারেং
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।
২৪. অভ্যর্থনাকারী
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।
২৫. শুল্ক আদায়কারী
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।
২৬. দূরালাপনী কর্মচারী (টেলিফোন অপারেটর)
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।
২৭. মানচিত্র সহকারী
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।
২৮. গুদামরক্ষক (ষ্টোর কিপার)
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।
২৯. শপ সহকারী
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।
৩০. ড্রাইভার
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর * শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
- মটর গাড়ী চালনার লাইসেন্স ইস্যুর তারিখ থেকে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম ০৩ বছর।
৩১. স্যালভেজ ক্রেন ড্রাইভার
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
- ক্রেন ড্রাইভার হিসেবে ভাসমান ক্রেন চালনার ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।
৩২. অফিসার্স কুক
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
- প্রাচ্য ও ইউরোপীয় খানা রান্নার অভিজ্ঞতা।
৩৩. স্টুয়ার্ড
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
- প্রাচ্য ও ইউরোপীয় কায়দায় খানা পরিবেশন ও স্টোরের হিসাব রাখার অভিজ্ঞতা।
৩৪. ওয়েল্ডার
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং ওয়েল্ডিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
- অথবা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ৪ মাস মেয়াদী কোর্স পাসের সনদপত্র।
৩৫. লিফট মেকানিক
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ৪ মাস মেয়াদী কোর্স পাসের সনদপত্র।
৩৬. ট্রেসার
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- উচ্চ মাধ্যমিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাস।
- সুন্দর হাতের লেখা।
৩৭. মেডিক্যাল এটেনডেন্ট
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পাউন্ডারশীপ সনদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা।
৩৮. ডেমোনেস্ট্রেটর (ওয়ার্কশপ) (ডেক/ইঞ্জিন)
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ৩২ বছরের কম
- শিক্ষাগত যোগ্যতা:
- ডিইপিটিসি থেকে ১ বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী।
- এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ এবং ১ম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভার সনদ।
- অথবা বিআইএমটি থেকে মেরিন ইঞ্জিন ডিপ্লোমা এবং চাকুরীকালীন সময়ে ২য় শ্রেণির ইনল্যান্ড সনদ।
- অথবা এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ নৌ-বাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে ১০ বছরের চাকুরির অভিজ্ঞতা।
৩৯. নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (বাণিজ্য) পরীক্ষায় উত্তীর্ণ এবং টাইপিং জ্ঞান।
৪০. গ্রীজার
- বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাকা (১৭তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের যোগ্যতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা।
৪১. ভান্ডারী
- বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা (১৯তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা।
৪২. গেজ রীডার
- বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা (১৯তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- প্রার্থীদের অবশ্যই সুন্দর হাতের লেখা এবং ভাল স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৪৩. দপ্তরী
- বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা (১৯তম গ্রেড)
- বয়স: ২৭-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ।
৪৪. অফিস সহায়ক
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা (২০তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৫. শুল্ক প্রহরী
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা (২০তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৬. লিফট অপারেটর
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা (২০তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- লিফট চালনার ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা।
৪৭. তোপাষ
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা (২০তম গ্রেড)
- বয়স: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা।
আবেদনের পদ্ধতি:
- আগ্রহী প্রার্থীরা http://biwta.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
- অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
- ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন।
- Applicant’s Copy তে থাকা User ID ব্যবহার করে প্রার্থী টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদন ফি:
- ক্রমিক নং-০১ থেকে ১২ পদের জন্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা
- ক্রমিক নং- ১৩ থেকে ১৭ পদের জন্য ১৬৮/- (একশত আটষট্টি) টাকা
- ক্রমিক নং- ১৮ থেকে ৩৯ পদের জন্য ১১২/- (একশত বারো) টাকা
- ক্রমিক নং- ৪০ থেকে ৪৭ পদের জন্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা
- অনগ্রসর নাগরিকদের জন্য (সকল গ্রেড) ৫৬/- (ছাপ্পান্ন) টাকা
আবেদনপত্র পূরণের নিয়ম:
- http://biwta.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
- আবেদনপত্রে সঠিক তথ্য দিতে হবে।
- আবেদনপত্রের সাথে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার পর Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
- Applicant’s Copy তে থাকা User ID ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আরও তথ্য:
- আবেদনের শেষ তারিখ: ১৮/০২/২০২৫খ্রি, বিকাল ৫:০০ ঘটিকা
- প্রার্থীদের অবশ্যই লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- ০১/০১/২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।
- বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য (শুধুমাত্র বিআইডব্লিউটিএ’তে কর্মরতদের জন্য প্রযোজ্য)।
- বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিস্তারিত তথ্যের জন্য:
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (BIWTA) ওয়েবসাইট: www.biwta.gov.bd
আর দেরি না করে আজই আবেদন করুন!