কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

কারা অধিদপ্তরে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম, বেতন স্কেল, গ্রেড ও পদ সংখ্যা:

ক্রমিক নংপদের নামবেতন স্কেলগ্রেডপদ সংখ্যা
কারারক্ষী৯,০০০-২১,৮০০/-১৭ তম৩৭৮ টি
মহিলা কারারক্ষী৯,০০০-২১,৮০০/-১৭ তম১২৭ টি
মোট৫০৫ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • কারারক্ষী:
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • ন্যূনতম শারীরিক যোগ্যতা:
      • উচ্চতা: অন্যূন ১.৬৭ মিটার (পুরুষ)।  
      • বুকের মাপ: পুরুষ অন্যূন ৮১.২৮ সেন্টিমিটার।  
      • ওজন: পুরুষ অন্যূন ৫২ কেজি।  
    • বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।  
  • মহিলা কারারক্ষী:
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • ন্যূনতম শারীরিক যোগ্যতা:
      • উচ্চতা: অন্যূন ১.৫৭ মিটার (মহিলা)।  
      • বুকের মাপ: মহিলা অন্যূন ৭৬.৮১ সেন্টিমিটার।  
      • ওজন: মহিলা অন্যূন ৪৫ কেজি।  
    • বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।  

আবেদনের শর্তাবলী:

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে।  
  • প্রার্থীর বয়স ১৬.০৩.২০২৫ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।  
  • বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  
  • বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।  
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।  
  • অস্পষ্ট/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।  
  • নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধি-বিধান অনুসরণ করা হবে (কারারক্ষী ও মহিলা কারারক্ষীর ক্ষেত্রে প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ কোটা ব্যতীত)।  
  • প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA) ও দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।  
  • কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করতে পারবে।  
  • এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।  
  • কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
  • এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যেকোন পরিবর্তন/সংশোধন (যদি থাকে) কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে (www.prison.gov.bd)।  
  • বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।  
  • শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়াও এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.prison.gov.bd) প্রকাশ করা হবে।  

আবেদন প্রক্রিয়া:

  • আগ্রহী প্রার্থীগণ http://prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।  
  • Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭.০২.২০২৫; সকাল ১০:০০ ঘটিকা।  
  • Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৬.০৩.২০২৫; বিকাল ০৫:০০ ঘটিকা।  
  • User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।  
  • Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।  
  • ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ Kb এর মধ্যে হতে হবে।  

SMS প্রেরণের নিয়মাবলি:

  • প্রথম SMS: PRISON User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
    • Example: PRISON ABCDEF  
  • দ্বিতীয় SMS: PRISONYESPIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
    • Example: PRISON YES 12345678  

 বিশেষ দ্রষ্টব্য:

  • এই তথ্য ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
  • আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
  • Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।
  • এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।