পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এর আওতাধীন ইউনিট/অফিসসমূহে রাজস্বভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম, বেতন স্কেল, গ্রেড ও পদ সংখ্যা:

ক্রমিক নংপদের নামবেতন স্কেল ও গ্রেড নংপদ সংখ্যা
১.সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)১০২০০-২৪৬৮০ টাকা, গ্রেড নং-১৪০১ টি
২.উচ্চমান সহকারী১০২০০-২৪৬৮০ টাকা, গ্রেড নং-১৪০৬ টি
৩.কম্পাউন্ডার/ফার্মাসিস্ট১০২০০-২৪৬৮০ টাকা, গ্রেড নং-১৪০১ টি
৪.মেকানিক১০২০০-২৪৬৮০ টাকা, গ্রেড নং-১৪০১ টি
৫.ড্রাফটসম্যান৯৭০০-২৩৪৯০ টাকা, গ্রেড নং-১৫০২ টি
৬.মেইল অপারেটর৯৭০০-২৩৪৯০ টাকা, গ্রেড নং-১৫৫১ টি
৭.কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট)৯৩০০-২২৪৯০ টাকা, গ্রেড নং-১৬০১ টি
৮.অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৯৩০০-২২৪৯০ টাকা, গ্রেড নং-১৬০৩ টি
৯.কার্পেন্টার৯৩০০-২২৪৯০ টাকা, গ্রেড নং-১৬০১ টি
১০.প্লাম্বার৯৩০০-২২৪৯০ টাকা, গ্রেড নং-১৬০২ টি
১১.ওয়্যারম্যান৮৫০০-২০৫৭০ টাকা, গ্রেড নং-১৯০৪ টি
১২.আর্মড গার্ড৮৫০০-২০৫৭০ টাকা, গ্রেড নং-১৯০৩ টি
১৩.প্যাকার৮৫০০-২০৫৭০ টাকা, গ্রেড নং-১৯১১ টি
১৪.অফিস সহায়ক (এমএলএসএস)৮২৫০-২০০১০ টাকা, গ্রেড নং-২০০৮ টি
১৫.গার্ডেনার৮২৫০-২০০১০ টাকা, গ্রেড নং-২০১২ টি

শিক্ষাগত যোগ্যতা:

বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছকের ৩ নং কলামে দেখুন ।  

আবেদনের শর্তাবলী:

  • প্রার্থীর বয়সসীমা: ০৯-০৩-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর ।  
  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।  
  • নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে ।  
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে ।  
  • সকল পদের প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে MCQ টাইপের লিখিত পরীক্ষা/লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।  
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ।  
  • প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।  
  • বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বাতিল এমনকি কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ।  
  • যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে সে সকল পদ সংরক্ষণ করা হয়েছে ।  
  • নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।  

আবেদন প্রক্রিয়া:

  • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://pmgmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন ।  
  • Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৩-০২-২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা ।  
  • Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৯-০৩-২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:০০ ঘটিকা ।  
  • User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।  
  • Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন ।  
  • ছবির সাইজ, সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে ।  

SMS প্রেরণের নিয়মাবলি:

  • প্রথম SMS: PMGMCUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
    • Example: PMGMC ABCDEF & send to 16222
  • দ্বিতীয় SMS: PMGMCYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
    • Example: PMGMC Yes 1234567
  •  পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ হতে ১০ নং ক্রমিকের জন্য আবেদন ফি ১০০/- (একশত) টাকা+ Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা।
  • ১১ হতে ১৫ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
  • সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) এর জন্য আবেদন ফি বাবদ বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।

বিশেষ দ্রষ্টব্য:

  • এই তথ্য ১০/০২/২০২৫ তারিখে প্রকাশিত পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত ।  
  • আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত ।  
  • Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন ।  
  • এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।
Scroll to Top