জাতীয় রাজস্ব বোর্ডে (NBR) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।  

পদের নাম, বেতন স্কেল, গ্রেড ও পদ সংখ্যা:

ক্রমিকপদের নামবেতন স্কেলগ্রেডপদ সংখ্যা
কম্পিউটার অপারেটর১০,২০০-২৪,৬৮০/-১৪ তম১৪
উচ্চমান সহকারী১১,০০০-২৬,৫৯০/-১৩ তম০৯
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর৯,৩০০-২২,৪৯০/-১৬ তম৩৫
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর১০,২০০-২৪,৬৮০/-১৪ তম৩৪
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/অফিস সহকারী৯,৩০০-২২,৪৯০/-১৬ তম২২

শিক্ষাগত যোগ্যতা:

  • কম্পিউটার অপারেটর:
    • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।  
    • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।  
  • উচ্চমান সহকারী:
    • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।  
    • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।  
    • কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে।  
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর:
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।  
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর:
    • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।  
    • সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ টাইপ রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।  
    • কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে।  
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/অফিস সহকারী:
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপ রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।  

আবেদনের শর্তাবলী:

  • প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।  
  • কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।  
  • সকল পদে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে।  
  • তবে, ক্রমিক ২, ৩ ও ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।  
  • বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।  
  • সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।  

বিশেষ দ্রষ্টব্য:

  • এই তথ্য ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ডের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
  • আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
  • Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।  
  • এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
Scroll to Top