অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ২৭ মার্চ ২০২৪ তারিখের ০৭.০০.০০০০.০৮৪.১১.০০১.২৪-২০১ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা আগের বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।  

পদের নাম, বেতন স্কেল, গ্রেড ও পদ সংখ্যা:

ক্রমিক নংপদের নামবেতন স্কেলগ্রেডপদ সংখ্যা
কম্পিউটার অপারেটর১১,০০০-২৬,৫৯০/-১৩তম০৯ টি
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর১১,০০০-২৬,৫৯০/-১৩তম৩০ টি
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৯,৩০০-২২,৪৯০/-১৬তম২৫ টি
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর৯,৩০০-২২,৪৯০/-১৬তম০৪ টি
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ)৯,৩০০-২২,৪৯০/-১৬তম০২ টি
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (মনিটরিং সেল)৯,৩০০-২২,৪৯০/-১৬তম০২ টি
অফিস সহায়ক৮,২৫০-২০,০১০/-২০তম৫৮ টি
অফিস সহায়ক (মনিটরিং সেল)৮,২৫০-২০,০১০/-২০তম০৪ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • কম্পিউটার অপারেটর:
    • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
    • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
  • সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর:
    • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
    • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
    • সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ।
    • কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
    • কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক:
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
    • কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
    • কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর:
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ):
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
    • কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
    • কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (মনিটরিং সেল):
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    • কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

আবেদনের শর্তাবলী:

  • ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।  
  • ক্রমিক ২ ও ৩ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।  
  • বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  • চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে।
  • অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
  • সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।
  • চাকরির আবেদন ফরমে (Applicant’s Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।  
  • সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো।  

আবেদন প্রক্রিয়া:

  • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://mof.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।  
  • Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা।  
  • Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল-০৫:০০ ঘটিকা।  
  • User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে sms এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।  
  • Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।  
  • ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।  

SMS প্রেরণের নিয়মাবলি:

  • প্রথম SMS: MOFUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
    • Example: MOF ABCDEF & send to 16222
  • দ্বিতীয় SMS: MOFYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
    • Example: MOF Yes 12345678
  • পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নং ক্রমিকের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা।
  • ৭ ও ৮ নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
  • সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।  

বিশেষ দ্রষ্টব্য:

  • এই তথ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
  • আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।  
  • Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।  
  • এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 
Scroll to Top