মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম, বেতন স্কেল, গ্রেড ও পদ সংখ্যা:

ক্রমিক নংপদের নামবেতন স্কেল (জা.বে.স্কেল-২০১৫)গ্রেডপদ সংখ্যা
০১বিশ্ববিদ্যালয় প্রকৌশলী৫৬৫০০-৭৪৪০০/-০৩০১ টি
০২উপ-রেজিস্ট্রার৪০০০০-৬৯৮৫০/-০৫০১ টি
০৩প্রশাসনিক কর্মকর্তা১৬০০০-৩৮৬৪০/-১০০১ টি
০৪ল্যাবরেটরি অ্যাসিসটেন্ট১১০০০-২৬৫৯০/-১৩০১ টি
০৫অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট৯৩০০-২২৪৯০/-১৬০২ টি
০৬হিসাব সহকারী৯৩০০-২২৪৯০/-১৬০১ টি
০৭ইলেকট্রিশিয়ান৯০০০-২১৮০০/-১৭০৩ টি
০৮বাবুর্চি৮৮০০-২১৩১০/-১৮০৪ টি
০৯লিফট অপারেটর৮৫০০-২০৫৭০/-১৯০২ টি
১০সহকারী বাবুর্চি৮২৫০-২০০১০/-২০০৩ টি
১১টেবিল বয়৮২৫০-২০০১০/-২০০২ টি
১২টেবিল গার্ল৮২৫০-২০০১০/-২০০২ টি
১৩সিক বয়৮২৫০-২০০১০/-২০০২ টি
১৪সিক গার্ল৮২৫০-২০০১০/-২০০২ টি
১৫অফিস সহায়ক৮২৫০-২০০১০/-২০০১ টি

শিক্ষাগত যোগ্যতা:

বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.mbstu.ac.bd) থেকে অথবা ১০/- (দশ) টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসম্বলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের শর্তাবলী:

  • আবেদনপত্রের সাথে
    • “ভাইস-চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২”-এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপর আবেদনপত্রের ফি বাবদ
      • ০১ হতে ০৩ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ৮০০/- (আটশত) টাকার
      • ০৪ হতে ১৫ নং ক্রমিকে উল্লেখিত প্রত্যেক পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার
    • ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য)
    • প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ০৩ (তিন) কপি ছবি,
    • সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট,
    • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি
    • চারিত্রিক সনদ
    • সংযুক্ত করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
  • আবেদনের কপি এবং ব্যাংক ড্রাফট এর কপি স্ক্যান করে [email protected] মেইলে পাঠাতে হবে।
  • যে কোন দরখাস্ত গ্রহণ/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
  • সরকারি/আধা-সরকারি/পাবলিক বিশ্ববিদ্যালয়/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে একটি শর্ত শিথিলযোগ্য।
  • অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।
  • আবেদন পত্রের সংশ্লিষ্ট কলামে টেলিফোন নম্বর/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০/০৩/২০২৪।
  • প্রত্যেক পদের জন্য ০৮ (আট) সেট দরখাস্ত পৌঁছাতে হবে।

SMS প্রেরণের নিয়মাবলি:

  • প্রযোজ্য নয়।

বিশেষ দ্রষ্টব্য:

  • এই তথ্য ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
  • আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
Scroll to Top