জীবন বীমা কর্পোরেশনে (JBC) সহকারী ম্যানেজার পদে সরাসরি নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম, বেতন স্কেল, গ্রেড ও পদ সংখ্যা:
ক্রমিক | পদের নাম | বেতন স্কেল | গ্রেড | পদ সংখ্যা |
১ | সহকারী ম্যানেজার | ২২,০০০-৫৩,০৬০/- | ৯ম | ৫৯ টি |
শিক্ষাগত যোগ্যতা:
- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি।
- তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন।
- চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি, ৩ বছর মেয়াদী অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে।
আবেদনের শর্তাবলী:
- আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট (http://jbc.teletalk.com.bd)-এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে Online এ রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে।
- গত ২৭ এপ্রিল, ২০২২ খ্রিঃ তারিখের ৫৩.১৯.৯০০১.০০২.১১.০৫৭.২২-৫৪৫ নম্বর স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
- ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের কম হতে হবে।
- বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।
- বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।
- সরকারি/আধা-সরকারি সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে।
- অনুমতির মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
- আবেদনের সময় বিভাগীয় প্রার্থী (জীবন বীমা কর্পোরেশনে কর্মরত) কর্তৃক বিভাগীয় প্রার্থীর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনের সংশ্লিষ্ট অংশ পূরণ করতে হবে।
- অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
আবেদন প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীগণ http://jbc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭-০২-২০২৫ খ্রিঃ, সকাল: ১০.০০ ঘটিকা।
- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮-০৩-২০২৫ খ্রিঃ, বিকেল: ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
- নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিনসহ ২৪ ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমা করা যাবে।
- User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাঃ ২০০/-, টেলিটকের কমিশন (২০%=২০/-) ও কমিশনের উপর ভ্যাট (১৫% =৩/-) সহ প্রত্যেক প্রার্থীকে সর্বমোট টাঃ ২২৩/-(দুইশত তেইশ টাকা) জমা দিতে হবে।
SMS প্রেরণের নিয়মাবলি:
- প্রথম SMS: JBC
User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। - Example: JBC ABCDEF send to 16222
- দ্বিতীয় SMS: JBC
Yes PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। - Example: JBC Yes 12345678 send to 16222
বিশেষ দ্রষ্টব্য:
- এই তথ্য ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ তারিখে প্রকাশিত জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
- আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
- Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।
- এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।