জীবন বীমা কর্পোরেশনে (JBC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জীবন বীমা কর্পোরেশনে (JBC) সহকারী ম্যানেজার পদে সরাসরি নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।  

পদের নাম, বেতন স্কেল, গ্রেড ও পদ সংখ্যা:

ক্রমিকপদের নামবেতন স্কেলগ্রেডপদ সংখ্যা
সহকারী ম্যানেজার২২,০০০-৫৩,০৬০/-৯ম৫৯ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি।  
  • তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন।  
  • চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি, ৩ বছর মেয়াদী অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে।  

আবেদনের শর্তাবলী:

  • আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট (http://jbc.teletalk.com.bd)-এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে Online এ রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে।  
  • গত ২৭ এপ্রিল, ২০২২ খ্রিঃ তারিখের ৫৩.১৯.৯০০১.০০২.১১.০৫৭.২২-৫৪৫ নম্বর স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।  
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের কম হতে হবে।  
  • বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।  
  • স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।  
  • বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।  
  • সরকারি/আধা-সরকারি সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে।  
  • অনুমতির মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।  
  • আবেদনের সময় বিভাগীয় প্রার্থী (জীবন বীমা কর্পোরেশনে কর্মরত) কর্তৃক বিভাগীয় প্রার্থীর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনের সংশ্লিষ্ট অংশ পূরণ করতে হবে।  
  • অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।  

আবেদন প্রক্রিয়া:

  • আগ্রহী প্রার্থীগণ http://jbc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।  
  • আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭-০২-২০২৫ খ্রিঃ, সকাল: ১০.০০ ঘটিকা।  
  • আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮-০৩-২০২৫ খ্রিঃ, বিকেল: ০৫.০০ ঘটিকা পর্যন্ত।  
  • নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিনসহ ২৪ ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমা করা যাবে।  
  • User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাঃ ২০০/-, টেলিটকের কমিশন (২০%=২০/-) ও কমিশনের উপর ভ্যাট (১৫% =৩/-) সহ প্রত্যেক প্রার্থীকে সর্বমোট টাঃ ২২৩/-(দুইশত তেইশ টাকা) জমা দিতে হবে।  

SMS প্রেরণের নিয়মাবলি:

  • প্রথম SMS: JBCUser ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
    • Example: JBC ABCDEF send to 16222  
  • দ্বিতীয় SMS: JBCYesPIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
    • Example: JBC Yes 12345678 send to 16222  

বিশেষ দ্রষ্টব্য:

  • এই তথ্য ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ তারিখে প্রকাশিত জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।  
  • আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।  
  • Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।  
  • এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

Scroll to Top