জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।  

পদের নাম, পদ সংখ্যা ও বেতন:

ক্রমিক নংপদের নামপদ সংখ্যাবেতন স্কেল
০১হিসাব সহকারী০২গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-
০২অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক০৮গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-

শিক্ষাগত যোগ্যতা:

  • হিসাব সহকারী:
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।    
    • কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।    
    • Word Processing, Data entry, Spreadsheet, এবং Presentation-এ দক্ষতা।    
    • কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।    
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক:
    • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।    
    • কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।    
    • Word Processing, Data entry, Spreadsheet, এবং Presentation-এ দক্ষতা।    
    • কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।    

শর্তাবলি:

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।    
  • প্রার্থীর বয়সসীমা ১০/০২/২০২৫ খ্রিঃ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।    
  • বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।    
  • কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।    
  • এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণে “জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত ২০২৪)” এর আলোকে অনুসরণ করা হবে।    
  • চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।    
  • নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।    
  • আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।    
  • কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/সংশোধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।    
  • এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।    
  • প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।    

বিশেষ দ্রষ্টব্য:

  • এই তথ্য ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।    
  • আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।    
  • Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।    
  • এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।    
Scroll to Top