জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর এবং এর অধীনস্থ অফিসসমূহে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
পদের নাম, পদ সংখ্যা, গ্রেড ও বেতন:
ক্রমিক নং | পদের নাম | পদ সংখ্যা | গ্রেড ও বেতন স্কেল |
০১ | অফিস সহায়ক | ০৬ টি | গ্রেড-২০, ৮২৫০-২০০১০/- টাকা |
০২ | নিরাপত্তা প্রহরী | ০৬ টি | গ্রেড-২০, ৮২৫০-২০০১০/- টাকা |
০৩ | নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউজ) | ০১ টি | গ্রেড-২০, ৮২৫০-২০০১০/- টাকা |
০৪ | বেয়ারা (সার্কিট হাউজ) | ০১ টি | গ্রেড-২০, ৮২৫০-২০০১০/- টাকা |
০৫ | মালী (সার্কিট হাউজ) | ০১ টি | গ্রেড-২০, ৮২৫০-২০০১০/- টাকা |
০৬ | পরিচ্ছন্নতাকর্মী (সার্কিট হাউজ) | ০১ টি | গ্রেড-২০, ৮২৫০-২০০১০/- টাকা |
শিক্ষাগত যোগ্যতা:
- অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউজ), বেয়ারা (সার্কিট হাউজ): কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- মালী (সার্কিট হাউজ), পরিচ্ছন্নতাকর্মী (সার্কিট হাউজ): কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
শর্তাবলি:
- ০৬ জুন ২০২৪ তারিখের ০৫.৪৪.৫৭০০.০০৫.১১.০০৩.২৪.২৭৮ নম্বর স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক উল্লিখিত পদসমূহে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
- প্রার্থীর বয়সসীমা ১৯/০২/২০২৫ খ্রিঃ তারিখে ন্যূনতম ১৮ (আঠারো) বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর।
- অসত্য/ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদন প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীগণ http://dcmeherpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করবেন।
- Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ১৯/০২/২০২৫ সকাল ১০:০০ টা।
- Online-এ আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ২০/০৩/২০২৫ বিকাল ৫:০০ টা।
- User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যে কোনো Teletalk Pre-paid মোবাইল নম্বর SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel X প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
- ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
SMS প্রেরণের নিয়মাবলি:
- প্রথম SMS: DCMEHERPUR
User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। - Example: DCMEHERPUR<space><space>ABCDEF send to 16222
- দ্বিতীয় SMS: DCMEHERPUR
Yes PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে। - Example: DCMEHERPUR<space><space>Yes<space><space>1234567 send to 16222
- পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জবাবদ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন।
বিশেষ দ্রষ্টব্য:
- এই তথ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুরের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
- আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
- Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।
- এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।