বিজ্ঞপ্তির বর্ণনা:
সিভিল সার্জন কার্যালয়, মুন্সীগঞ্জ এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৩য়/৪র্থ শ্রেণির (১১-২০ গ্রেড) শূন্য পদে জনবল নিয়োগের জন্য মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের (বাংলাদেশের প্রকৃত নাগরিক) কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
পদের নাম, বেতন গ্রেড, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা:

প্রতিষ্ঠানের নাম | পদের নাম | পদের সংখ্যা | বেতন গ্রেড ও স্কেল (২০১৫ অনুযায়ী) |
সিভিল সার্জনের কার্যালয়, মুন্সীগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহ | পরিসংখ্যানবিদ | 5 | গ্রেড-১৪ (১০২০০-১৪৬৮০/-) |
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। | | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০২ | গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) |
- কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ’তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
- টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ এবং ইংরেজিতে অন্যূন ২০ শব্দের গতি থাকতে হবে। | | স্টোর কিপার | ০৪ | গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) |
- কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- স্টোরকিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। | | স্বাস্থ্য সহকারী | ১২৬ | গ্রেড-১৫ (৯৩০০-২২৪৯০/-) |
- কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। | | গাড়ি চালক | ০২ | গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) |
- কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
- অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। | ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মুন্সীগঞ্জ | স্টোর কিপার | ০১ | গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) |
- কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- স্টোরকিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। | | কম্পিউটার অপারেটর | ০১ | গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০/-) |
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২৫ শব্দ এবং ইংরেজিতে অন্যূন ৩০ শব্দের গতি সহ Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে। | | ওয়ার্ড মাস্টার | ০১ | গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) |
- কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স:
- আবেদনকারীর বয়স ২৪/০২/২০২৫ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে।
- বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
শর্তাবলি:
- আগ্রহী প্রার্থীগণ http://csmun.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক Online-এ আবেদন করতে পারবেন।
- ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
- যারা পূর্বে আবেদন করেছেন, তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান প্রতিপালিত হবে।
- কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন আদেশ নং:- ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১, তারিখ:- ২৩ জুলাই ২০২৪ মোতাবেক সকল গ্রেডে নিম্নরূপভাবে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবেঃ- (ক) মেধাভিত্তিক- ৯৩%; (খ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য- ৫%; (গ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- ১%; এবং (ঘ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য-১%।
- নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে।
- আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা / অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধি-বিধান অনুসরণপূর্বক বিধি মোতাবেক বয়স শিথিলযোগ্য।
- যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC) এর মূলকপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
- প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতঃপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা থেকে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
- স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে।
- একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন।
- তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা থেকে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে।
- স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের (নিজ নিজ) নোটিশ বোর্ডে এবং সিভিল সার্জনের কার্যালয়, মুন্সীগঞ্জের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
- প্রার্থী কর্তৃক প্রদত্ত যেকোনো তথ্য গোপন/অসত্য/মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো প্রকারের প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
- প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
- যেহেতু সকল পদের পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে সেহেতু একই ব্যক্তির একাধিক পদের আবেদন গ্রহণযোগ্য নয়।
বিশেষ দ্রষ্টব্য:
- এই তথ্য ০২/০২/২০২৫ তারিখে প্রকাশিত সিভিল সার্জন কার্যালয়, মুন্সীগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
- আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
- Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।
- এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল বলে গণ্য হবে।