সিভিল সার্জনের কার্যালয়, ফরিদপুর এবং এর অধীনস্থ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পূর্বতন ৩য়/৪র্থ শ্রেণির (১১-২০ গ্রেড) শূন্য পদে জনবল নিয়োগের জন্য ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
পদের নাম, বেতন বিভাগ, পদ সংখ্যা ও বয়স:
ক্রমিক নং | পদের নাম | গ্রেড | বেতন স্কেল | পদ সংখ্যা | বয়সসীমা (০৪-০৩-২০২৫ তারিখে) |
০১ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ১৪ | ১০২০০-২৪৬৮০/- | ১ | ৩২ বছরের কম |
০২ | পরিসংখ্যানবিদ | ১৪ | ১০২০০-২৪৬৮০/- | ৪ | ৩২ বছরের কম |
০৩ | কোল্ড চেইন টেকনিশিয়ান | ১৬ | ৯৩০০-২২৪৯০/- | ১ | ৩২ বছরের কম |
০৪ | স্বাস্থ্য সহকারী | ১৫ | ৯৭০০-২৩৪৯০/- | ১০৪ | ৩২ বছরের কম |
০৫ | স্টোর কিপার | ১৬ | ৯৩০০-২২৪৯০/- | ৫ | ৩২ বছরের কম |
০৬ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৬ | ৯৩০০-২২৪৯০/- | ৭ | ৩২ বছরের কম |
০৭ | ওয়ার্ড মাস্টার | ১৬ | ৯৩০০-২২৪৯০/- | ১ | ৩২ বছরের কম |
০৮ | গাড়ি চালক | ১৫ | ৯৭০০-২৩৪৯০/- | ১ | ৩২ বছরের কম |
০৯ | ল্যাব অ্যাটেনডেন্ট | ১৯ | ৮৫০০-২০৫৭০/- | ১ | ৩২ বছরের কম |
শিক্ষাগত যোগ্যতা:
- সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর:
স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ, সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা।
- পরিসংখ্যানবিদ:
পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
- কোল্ড চেইন টেকনিশিয়ান:
রেফ্রিজারেশন বা এয়ার-কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
- স্বাস্থ্য সহকারী:
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- স্টোর কিপার:
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক:
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ।
- ওয়ার্ড মাস্টার:
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- গাড়ি চালক:
জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, গাড়ি চালনায় ভারী/হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
- ল্যাব অ্যাটেনডেন্ট:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
শর্তাবলি:
- প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ০৪ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
- নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে।
- যারা পূর্বে নির্দিষ্ট কিছু পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- স্বাস্থ্য সহকারী পদে আবেদনের জন্য, প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- স্বাস্থ্য সহকারীর শূন্যপদের তালিকা সংশ্লিষ্ট নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধি-বিধান এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
- কোটা পদ্ধতি: (ক) মেধাভিত্তিক-৯৩%, (খ) মুক্তিযোদ্ধা কোটা-৫%, (গ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-১%, (ঘ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য-১%।
- প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য অসত্য প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে।
- কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
- আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
- আগ্রহী প্রার্থীরা http://csfaridpur.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
- আবেদন করার সময়সীমা: ১৭/০২/২০২৫ (সকাল ১০টা) থেকে ০৪/০৩/২০২৫ (রাত ১২টা)।
- অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) ও রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করবেন।
- ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
- অনলাইন আবেদনপত্রে প্রদত্ত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে।
- প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
- অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করার পর প্রার্থী একটি User ID পাবেন।
- User ID ব্যবহার করে প্রার্থী টেলিটক প্রিপেইড মোবাইল থেকে দুটি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন।
- গ্রেড-১৪ থেকে ১৬ পদের জন্য ফি ১১২/- টাকা এবং গ্রেড-১৭ থেকে ২০ পদের জন্য ফি ৫৬/- টাকা।
- প্রথম SMS: CSFARIDPUR<space>User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
- দ্বিতীয় SMS: CSFARIDPUR<space>YES<space>PIN লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
- PIN নম্বর প্রথম SMS এর রিপ্লাইতে পাওয়া যাবে।
- পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।
বিশেষ দ্রষ্টব্য:
- এই তথ্য ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত সিভিল সার্জনের কার্যালয়, ফরিদপুরের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
- আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
- নিয়োগ পরীক্ষার সময়, তারিখ এবং অন্যান্য তথ্য http://cs.faridpur.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
- অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।