বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ১৭-০৪-২০২৩ তারিখে প্রকাশিত হয়েছিল এবং যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা ও বয়স:
ক্রমিক নং | পদের নাম | বেতন স্কেল | পদ সংখ্যা | বয়সসীমা (১৮-০২-২০২৫ তারিখে) |
০১ | অফিসার অ্যাসিস্ট্যান্ট (রুট অ্যান্ড ফুয়েল) | ১৫,৯০০-৩৮,৪০০/- | ০৪ টি | ৩২ বছরের কম |
০২ | ওয়ার্ক সুপারভাইজার (সিভিল) | ১৫,৯০০-৩৮,৪০০/- | ০২ টি | ৩২ বছরের কম |
০৩ | সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিল সহকারী | ১৫,৯০০-৩৮,৪০০/- | ০১ টি | ৩২ বছরের কম |
০৪ | জুনিয়র ইলেকট্রিশিয়ান | ১১,০০০-২৬,৫৯০/- | ০৩ টি | ৩২ বছরের কম |
০৫ | প্লাম্বার | ১১,০০০-২৬,৫৯০/- | ০১ টি | ৩২ বছরের কম |
০৬ | কার্পেন্টার | ১১,০০০-২৬,৫৯০/- | ০১ টি | ৩২ বছরের কম |
শিক্ষাগত যোগ্যতা:
- অফিসার অ্যাসিস্ট্যান্ট (রুট অ্যান্ড ফুয়েল):
- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি।
- এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৫ (৫ এর মধ্যে)।
- স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে ২.৫ (৪ এর মধ্যে)।
- কম্পিউটার চালনায় দক্ষতা।
- ইংরেজি কথোপকথনে পারদর্শীতা।
- ওয়ার্ক সুপারভাইজার (সিভিল):
- স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।
- এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩ (৫ এর মধ্যে) এবং ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে ২.৮ (৪ এর মধ্যে)।
- ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫ টি বিষয়ে ‘সি’ থাকতে হবে।
- কম্পিউটারে জ্ঞান।
- সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিল সহকারী:
- কমপক্ষে এসএসসি (বিজ্ঞান), তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
- বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ফার্মাসিতে ন্যূনতম ৩ (তিন) বছরের ডিপ্লোমা।
- কম্পিউটার জ্ঞান।
- জুনিয়র ইলেকট্রিশিয়ান:
- কমপক্ষে এসএসসি পাশ।
- কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল এর উপর ট্রেড কোর্স সার্টিফিকেট।
- কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
- প্লাম্বার:
- ন্যূনতম মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্লাম্বিং এর সনদ।
- প্লাম্বার হিসেবে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
- কার্পেন্টার:
- ন্যূনতম মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টার এর সনদ।
- কার্পেন্টার হিসেবে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
শর্তাবলি:
- সকল পদে বয়সসীমা ১৮-০২-২০২৫ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
- এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে।
- বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।
- সন্তোষজনক ৩ (তিন) বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।
- চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে/অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে।
- সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন।
আবেদন প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীরা http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- আবেদনের সময়সীমা: ১৮-০২-২০২৫ খ্রিঃ, সকাল ১০:০০ টা থেকে ২৭-০২-২০২৫ খ্রিঃ, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
- User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
- প্রথম SMS: BBAL
User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। - Example: BBAL ABCDEF
- দ্বিতীয় SMS: BBAL
Yes PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। - Example: BBAL YES 12345678
- ক্রমিক নং ১ থেকে ৩ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা।
- ক্রমিক নং ৪ থেকে ৬ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ১১২/- (একশত বারো) টাকা।
বিশেষ দ্রষ্টব্য:
- এই তথ্য ১৭-০২-২০২৫ তারিখে প্রকাশিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
- আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
- Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।
- এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।