পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরে ৯ম, ১০ম, ১১তম, ১২তম ও ১৩তম গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছেন।
পদের নাম, গ্রেড, সংখ্যা:
- শিক্ষা কর্মকর্তা (গণিত), ৯ম গ্রেড (২ টি পদ)
- জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল), ৯ম গ্রেড (১ টি পদ)
- মেডিকেল অফিসার, ৯ম গ্রেড (১৬ টি পদ)
- সহকারী রেজিস্ট্রার, ৯ম গ্রেড (০১ টি পদ)
- ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ৯ম গ্রেড (০৩ টি পদ)
- আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই)/সহকারী প্রকৌশলী, ৯ম গ্রেড (০১ টি পদ)
- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), ৯ম গ্রেড (০৬ টি পদ)
- সহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স), ৯ম গ্রেড (০৬ টি পদ)
- সহকারী প্রকৌশলী (এক্সরে), ৯ম গ্রেড (০৭ টি পদ)
- পরিসংখ্যান কর্মকর্তা, ৯ম গ্রেড (০১ টি পদ)
- জুনিয়র জিএমডিএসএস প্রশিক্ষক, ৯ম গ্রেড (০৪ টি পদ)
- শিক্ষা কর্মকর্তা (গণিত), ৯ম গ্রেড (০৪ টি পদ)
- শিক্ষা কর্মকর্তা (ইংরেজি), ৯ম গ্রেড (০৪ টি পদ)
- শিক্ষা কর্মকর্তা (মানবিক), ৯ম গ্রেড (০৪ টি পদ)
- সহকারী প্রকৌশলী, ৯ম গ্রেড (০১ টি পদ)
- সহকারী প্রকৌশলী (পুর), ৯ম গ্রেড (১৫ টি পদ)
- সহকারী স্থপতি, ৯ম গ্রেড (০২ টি পদ)
- সহকারী রেজিস্ট্রার, ৯ম গ্রেড (৫৯ টি পদ)
- মেডিকেল অফিসার, ৯ম গ্রেড (২০৪ টি পদ)
- মেডিকেল অফিসার (অল্টারনেটিভ মেডিকেল কেয়ার), ৯ম গ্রেড (০৩ টি পদ)
- ডেন্টাল সার্জন, ৯ম গ্রেড (০৬ টি পদ)
- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ৯ম গ্রেড (০২ টি পদ)
- পেডি. সাইকিয়াট্রিস্ট, ৯ম গ্রেড (০৩ টি পদ)
- এনেসথেসিওলজিস্ট, ৯ম গ্রেড (০৮ টি পদ)
- ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, ৯ম গ্রেড (০৮ টি পদ)
- বায়োকেমিস্ট, ৯ম গ্রেড (০৩ টি পদ)
- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার, ৯ম গ্রেড (০১ টি পদ)
- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), ৯ম গ্রেড (০১ টি পদ)
- সহকারী পরিচালক (প্রশাসন), ৯ম গ্রেড (০১ টি পদ)
- প্রোগ্রামার, ৯ম গ্রেড (০২ টি পদ)
- আইন উপদেষ্টা, ৯ম গ্রেড (০১ টি পদ)
- ইঞ্জিনিয়ারিং মেকানিক (উপ-সহকারী প্রকৌশলী), ১০ম গ্রেড (০১ টি পদ)
- নৌপরিবহন প্রদর্শক, ১০ম গ্রেড (০৪ টি পদ)
- উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), ১০ম গ্রেড (০৪ টি পদ)
- ঊর্ধ্বতন হিসাব রক্ষক, ১০ম গ্রেড (০২ টি পদ)
- ডেমোনেস্ট্রেটর (সিভিল ইঞ্জিনিয়ারিং), ১০ম গ্রেড (০১ টি পদ)
- এস্টিমেটর (তড়িৎ), ১০ম গ্রেড (০৪ টি পদ)
- এস্টিমেটর (পুর), ১০ম গ্রেড (১১ টি পদ)
- নার্স, ১০ম গ্রেড (০২ টি পদ)
- পরিদর্শক, ১০ম গ্রেড (৩৬ টি পদ)
- সিনিয়র হারবেরিয়াম টেকনিশিয়ান, ১০ম গ্রেড (০১ টি পদ)
- উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), ১০ম গ্রেড (১৩০ টি পদ)
- উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ), ১০ম গ্রেড (১১ টি পদ)
- উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), ১০ম গ্রেড (৬৪ টি পদ)
- প্রটোকল অফিসার, ১০ম গ্রেড (০১ টি পদ)
- উপ-সহকারী প্রকৌশলী (পুর), ১০ম গ্রেড (৮০ টি পদ)
- সিনিয়র স্টাফ নার্স, ১০ম গ্রেড (৮৪২ টি পদ)
- ও.টি. নার্স, ১০ম গ্রেড (৬৩ টি পদ)
- সমাজকল্যাণ অফিসার, ১০ম গ্রেড (০১ টি পদ)
- পাবলিক রিলেশন অফিসার, ১০ম গ্রেড (০১ টি পদ)
- প্রশাসনিক কর্মকর্তা, ১০ম গ্রেড (০৮ টি পদ)
- ব্যক্তিগত কর্মকর্তা, ১০ম গ্রেড (০২ টি পদ)
- আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও)/উপ-সহাকারী প্রকৌশলী, ১০ম গ্রেড (০৪ টি পদ)
- উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), ১০ম গ্রেড (৩৯ টি পদ)
- উপ-সহকারী প্রকৌশলী, ১০ম গ্রেড (০২ টি পদ)
- উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/এস্টিমেটর, ১০ম গ্রেড (০৯ টি পদ)
- ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ১০ম গ্রেড (০১ টি পদ)
- জ্যেষ্ঠ নকশা অংকনকারী, ১২তম গ্রেড (০৪ টি পদ)
শিক্ষাগত যোগ্যতা:
বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫ নং কলামে এবং ৬ নং কলামে (প্রযোজ্য ক্ষেত্রে) দেখুন ।
আবেদনের শর্তাবলী:
- ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তির ৮ নম্বর কলামে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে ।
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ।
- যেসকল প্রার্থী কোন অ-বাংলাদেশি নাগরিককে বিবাহ করেছেন অথবা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না ।
- সরকারের অনুমতিপত্র লিখিত পরীক্ষার পর Applicant’s Copy (BPSC Form-5A) এর সাথে অবশ্যই জমা দিতে হবে ।
- প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (BPSC Form-5A) ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য ।
- ছবি (Picture): BPSC Form-5A সফলভাবে পূরণ সম্পন্ন হলে Application preview দেখা যাবে । Preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্য X প্রস্থ) 300 X 300 pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 100 KB এর বেশি নয় এরূপ মাপের সদ্য (দুই মাসের মধ্যে) তোলা রঙ্গীন ছবি Scan করে jpg format এ upload করতে হবে ।
- সাদাকালো ও পুরাতন ছবি গ্রহণযোগ্য নয় । ছবি উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল হবে । সানগ্লাসসহ ছবি গ্রহণযোগ্য হবে না ।
- স্বাক্ষর (Signature): Application Preview’তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্য X প্রস্থ) 300 X 80 pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 60 KB এর বেশি নয়, এরূপ মাপের প্রার্থীর স্বাক্ষর Scan করে jpg format এ upload করতে হবে । স্বাক্ষর উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ।
- বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ৩২ এর পদসমূহে স্নাতক ডিগ্রীধারী প্রার্থীগণ Others code (999) Select করবেন এবং প্রফেশনাল ডিগ্রী অপশনে ক্লিক করে নৌ-অফিসারদের জন্য প্রযোজ্য সনদ/ডিগ্রী Select করে আবেদন করবেন । প্রার্থীর স্নাতক ডিগ্রী না থাকলে Graduation ঘর Select করার প্রয়োজন নেই ।
- বিজ্ঞপ্তি নম্বর- ৫৪ এর শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়ের সমমান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.৯৯.০১০.১৮-৬০ নং স্মারক এবং সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ০২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের ৮০.০০.০০০০.৪০১.৩৫.০১৭.২১.১০৫৩ নং অফিস আদেশ অনুযায়ী কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৩)/ ইনফরমেশন টেকনোলজি (কোড-৩৬৪)/ টেলিকমিউনিকেশন এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (কোড-৩৪৯)/ এপ্লাইড ফিজিক্স, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৫)/ এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (কোড-৩৬৬)/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (কোড-৩৩২) ও ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড-৩৫১) বিষয়ের প্রার্থীগণ যোগ্য বিবেচিত হবেন।
- বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ৫৬, ৫৮, ৬০, ৬১, ৬২, ৬৬, ৬৭, ৬৮, ৭০, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮২ পদসমূহে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১৩ জুন ২০২১ তারিখের ৫৭.০০.০০০০.০৫৩.৯৯.০০৫.২১-১৬৯ নং প্রজ্ঞাপন অনুযায়ী ইমার্জিং বিষয়ের প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।
- শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
- প্রার্থীদের টেলিটকের Web address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের Web address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র Applicant’s Copy (BPSC Form-5A) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে ।
- Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭.০২.২০২৫ খ্রিঃ, দুপুর ১২.০০টা ।
- Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২০.০৩.২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা ।
- User ID প্রাপ্ত প্রার্থীগণ ২০.০৩.২০২৫ তারিখ, সন্ধ্যা ৬.০০ টা হতে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ ২৩.০৩.২০২৫ তারিখ, সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন ।
- ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে । প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে ।
- ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না ।
- প্রার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডে অতিরিক্ত ০১ (এক) সেট BPSC Form-5A (Applicant’s Copy) অনুচ্ছেদ-৯ এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদিসহ জমা দিতে হবে ।
- প্রত্যেক ডকুমেন্টের উপর অবশ্যই প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
- প্রার্থীদের অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বিপিএসসি এর ওয়েবসাইট নিয়মিতভাবে ভিজিট করতে হবে ।
- নতুন পদ সৃষ্টি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত পদসংখ্যা বাড়ানো হতে পারে বা যৌক্তিক কারণে পদ সংখ্যা পরিবর্তন হতে পারে ।
- কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বর প্রার্থীকে ঢাকা/রাজশাহী/চট্টগ্রাম/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর/ময়মনসিংহ কেন্দ্রের মধ্যে যেকোনো একটি কেন্দ্রের বিপরীতে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ।
- প্রার্থী যে কেন্দ্র নির্বাচন করবেন সে কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে ।
- তবে বাছাই/লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কেবল ঢাকায় অনুষ্ঠিত হবে ।
- বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে ।
- ১০.০১.২০২৪ তারিখে জারিকৃত ৮০.০০.০০০০.৪০১.৩৫.০৪৬.১৭-৪২ নম্বর অফিস আদেশে নন-ক্যাডার পরীক্ষা নীতিমালা ২০২৩ এর অনুচ্ছেদ ৪.১ অনুসরণে প্রার্থী ও পদের সংখ্যা নির্বিশেষে এবং জরুরি প্রয়োজনে কমিশন তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণপূর্বক কমিশন কর্তৃক পুনঃনির্ধারিত পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন।
- আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএস এর মাধ্যমে ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলী এবং অন্যান্য পালনীয় বিষয়সমূহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের Web address: www.bpsc.gov.bd এবং টেলিটকের Web address: http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে ।
আবেদন প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ।
- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭/০২/২০২৫ খ্রিঃ, দুপুর ১২.০০টা ।
- আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২০/০৩/২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা ।
- User ID প্রাপ্ত প্রার্থীগণ ২০/০৩/২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ ২৩/০৩/২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন ।
SMS প্রেরণের নিয়মাবলি:
- প্রথম SMS: BPSC
User ID লিখে send করুন 16222 নম্বরে । - Example: BPSC NCRPQBCR send to 16222
- দ্বিতীয় SMS: BPSC
YES PIN লিখে send করুন 16222 নম্বরে । - Example: BPSC YES (8 digit number) send to 16222
- পরীক্ষার ফি:
- ৯ম গ্রেড: ২০০/- (দুইশত) টাকা ।
- ১০ম গ্রেড: ২০০/- (দুইশত) টাকা
বিশেষ দ্রষ্টব্য:
- এই তথ্য ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
- আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
- Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।
- এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।