বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (BOF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে http://bof.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম, বেতন স্কেল, গ্রেড ও পদ সংখ্যা:

ক্রমিকপদের নামবেতন স্কেল (২০১৫)গ্রেডশূন্য পদের সংখ্যা
অফিস সুপারিনটেনডেন্ট১২৫০০-৩০২৩০১১তম৩ টি
উপ-সহকারী কেমিস্ট১২৫০০-৩০২৩০১১তম১ টি
সিনিয়র সহকারী১০২০০-২৪৬৮০১৪তম২ টি
সুপারভাইজার১০২০০-২৪৬৮০১৪তম২ টি
সিনিয়র টেকনিশিয়ান১০২০০-২৪৬৮০১৪তম৬ টি
গেইট ইন্সপেক্টর১০২০০-২৪৬৮০১৪তম৩ টি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক৯৩০০-২২৪৯০১৬তম২৩ টি
মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট৯৩০০-২২৪৯০১৬তম৪ টি
গোডাউন কিপার৯৩০০-২২৪৯০১৬তম৬ টি
১০ড্রাইভার৯৩০০-২২৪৯০১৬তম৩ টি
১১স্কীল্ড টেকনিশিয়ান৯০০০-২১৮০০১৭তম৭ টি
১২টেকনিশিয়ান৮৮০০-২১৩১০১৮তম৪ টি
১৩মেডিকেল অ্যাসিস্ট্যান্ট৮৫০০-২০৫৭০১৯তম৩ টি
১৪জুনিয়র টেকনিশিয়ান৮৫০০-২০৫৭০১৯তম৬৪ টি
১৫ফায়ারম্যান৮৫০০-২০৫৭০১৯তম৪ টি
১৬টেকনিক্যাল হেলপার৮২৫০-২০০১০২০তম৬৬ টি
১৭আদালী৮২৫০-২০০১০২০তম১ টি
১৮নিরাপত্তা প্রহরী৮২৫০-২০০১০২০তম৪ টি
১৯লেবার৮২৫০-২০০১০২০তম১০ টি
২০পরিচ্ছন্নতা কর্মী৮২৫০-২০০১০২০তম৪ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • অফিস সুপারিনটেনডেন্ট: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে ২য় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতাসহ ৩ (তিন) বছরের চাকরি।  
  • উপ-সহকারী কেমিস্ট: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নসহ ২য় বিভাগ বা সমমানের ডিগ্রি।  
  • সিনিয়র সহকারী:
    • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে ২য় বিভাগে স্নাতক।  
    • বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারে দক্ষতাসহ প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিং-এ সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।  
    • কম্পিউটারে ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।  
  • সুপারভাইজার: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে ২য় বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
  • সিনিয়র টেকনিশিয়ান: কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ স্বীকৃত কোন কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ১০ (দশ) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  
  • গেইট ইন্সপেক্টর:
    • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; অথবা  
    • অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।  
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক:
    • কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারে দক্ষতাসহ প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিং-এ সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।  
  • মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট: কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যাসহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
  • গোডাউন কিপার: কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।  
  • ড্রাইভার:
    • কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • ভারী যানবাহন চালনার লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।  
    • সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।  
  • স্কীল্ড টেকনিশিয়ান: কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত কোন কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ০৮ (আট) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  
  • টেকনিশিয়ান: কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ স্বীকৃত কোন কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ০৬ (ছয়) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  
  • মেডিকেল অ্যাসিস্ট্যান্ট:
    • কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • পেশাগত (ফার্স্ট এইড) জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।  
  • জুনিয়র টেকনিশিয়ান: কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ স্বীকৃত কোন ইনস্টিটিউট হতে কোন কারিগরি বিষয়ক সার্টিফিকেট প্রাপ্ত।  
  • ফায়ারম্যান:
    • কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • উচ্চতা ১.৬৭৬ মিটার (৫-৬”)।  
    • অগ্নি নির্বাপণ অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।  
  • টেকনিক্যাল হেলপার:
    • কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।  
  • আদালী: কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
  • নিরাপত্তা প্রহরী:
    • কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  
    • উচ্চতা ১.৬৭৬ মিটার (৫-৬”)।  
    • অবসরপ্রাপ্ত সামরিক/আধাসামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।  
  • লেবার: অষ্টম শ্রেণী উত্তীর্ণ।  
  • পরিচ্ছন্নতা কর্মী: অষ্টম শ্রেণী উত্তীর্ণ।  

শর্তাবলি:

  • ১৭ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ৪নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।  
  • ‘বিভাগীয় প্রার্থী’ অর্থ ঐ সকল কর্মচারী যারা একই প্রতিষ্ঠানের চাকরিতে অন্যূন ২ (দুই) বছর স্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এবং বিজ্ঞাপিত পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য।  
  • চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে।  
  • নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ জারীকৃত সরকারি বিধি-বিধান অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।  
  • সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।  
  • ১, ৩, ৭, ১০ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।  
  • কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।  

বিশেষ দ্রষ্টব্য:

  • এই তথ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।
  • আবেদন করার পূর্বে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।
  • Online আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন।  
  • এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
Scroll to Top